ঘুম থেকে উঠে ফোনে হাত দেবেন না। প্রথমে এক গ্লাস ইষদুষ্ণ জল খান। ফ্রেশ হয়ে কিছুক্ষণ খোলা বাতাসে থাকুন।

সকালে উঠে পরিকল্পনা মাফিক কাজ করুন। আগের রাতেই সব ঠিক করে রাখুন।

ব্রেকফাস্ট কিন্তু কোনও ভাবেই বাদ দেবেন না। এই অভ্যাস আমাদের শরীরের জন্য একেবারেই ভাল নয়।

স্নান সারতে দেরি করবেন না। বরং দিনের শুরুতেই আগে স্নান করে নিন।

কোনও নেগেটিভিটি নিয়ে ঘুম থেকে উঠবেন না। বরং পজিটিভ কিছু ভাবুন।