ভারতের প্রাচীনতম বাতিঘরগুলির মধ্যে অন্য়তম ভিজিনজাম লাইটহাউস। কেরালার কোভালাম বিচে অবস্থিত এই লাইটহাউসটি রাতের অন্ধকারে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
তামিলনাড়ুর অন্যতম ব্রিটিশ আমলের পুরনো বাতিঘর, মহাবালিপুর লাইটহাউস।
কেলারার কোল্লামের টাঙ্গাসেরি সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ হল ব্রিটিশ আমলের লাইটহাউস।
কর্ণাটকের কাউচ সৈকতের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাউপ বিচ লাইটহাউসটি। রয়েছে ১০০টি সিঁড়ি।
গোয়ার ফোর্ট আগুয়াদা লাইটহাউস দেশের অন্যতম মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। পর্তুগিজদের তৈরি এই বাতিঘরটি গোয়ার অন্যতম রোমান্টিক জায়গা।