ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন ফোন মোটো ই৩২এস।
শোনা যাচ্ছে, আগামী ২৭ মে এই ফোন দেশে লঞ্চ হতে পারে।
মোটো ই৩২ ফোনের সঙ্গে মোটো ই৩২এস ফোনের মিল থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
শোনা গিয়েছে, Moto E32s ফোনে Android 12 সাপোর্ট থাকতে পারে।