আগামী ২৯ নভেম্বর ভারতে লঞ্চ হবে মোটরোলা জি৩১ স্মার্টফোন। মোটোরোলা জি সিরিজের এই ফোন অন্যতম সস্তা মডেল।

ইতিমধ্যেই ইউরোপে লঞ্চ হয়েছে মোটো জি৩১ ফোন। 

মোটো জি৩১ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।

মোটো জি৩১ ফোন মোটোরোলা জি সিরিজের অন্যতম অ্যাফোর্ডেবল মডেল।

ডিসেম্বর মাসে মোটো জি২০০ এবং মোটো জি৫১ ফোনও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।