লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন ফোন মোটো জি৫১ ৫জি।
শোনা গিয়েছে এই ফোন নভেম্বর মাসে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশিত হয়েছে।
অন্যদিকে মোটো জি৭১ ৫জি ফোন নিয়েও চলছে কাজ। এই ফোনের নাম দেখা গিয়েছে US FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে Geekbench লিস্টিংয়ে মোটো জি৫১ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে।
মোটো জি৫১ ৫জি ফোন নভেম্বরে লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিন জানা যায়নি।