মোটোরোলার 'জি' সিরিজের নতুন ফোন জি৫১ লঞ্চ হয়েছে চিনে।
একটিই স্টোরেজ কনফিগারেশনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের ফোন মোটো জি৫১।
আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
চিনে মোটো জি৫১ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা।
ভারতে মোটো জি৫১ লঞ্চ হবে কিনা, সে ব্যাপারে মোটোরোলা সংস্থা এখনও কিছু জানায়নি।