২৫ এপ্রিল ভারতে মোটো জি৫২ ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

সম্ভবত ফ্লিপকার্ট থেকে মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন কেনা যাবে। 

ইউরোপে আগেই লঞ্চ হয়েছে মোটো জি৫২ স্মার্টফোন। 

ইউরোপে লঞ্চ হওয়া মোটো জি৫২ ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলে মনে করা হচ্ছে।

মোটো জি৫২ ফোনে একটি pOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।