ভারতে আসছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন স্মার্টফোন মোটো জি৭১ ৫জি।
এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ১০ জানুয়ারি।
ভারতে মোট জি৭১ ৫জি স্মার্টফোনের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা।
টিপস্টার অভিষেক যাদব ভারতে মোটো জি৭১ ৫জি ফোনের দাম কত হতে পারে তার আভাস দিয়েছেন টুইটারে।
কী রঙে এই ফোন লঞ্চ হবে, এই ফোনে র্যাম এবং স্টোরেজ কত থাকবে, এই প্রসঙ্গে কিছু এখনও জানা যায়নি।