ভারতে লঞ্চ হয়েছে মোটো ট্যাব জি৭০ এলটিই। এই ট্যাবের দাম, স্টোরেজ এবং কয়েকটি ফিচার দেখে নিন।
মোটো ট্যাব জি৭০ এলটিই ট্যাবে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
ভারতে সদ্য লঞ্চ হওয়া মোটো ট্যাব জি৭০ এলটিই ট্যাবের দাম ২১,৯৯৯ টাকা।
ফ্লিপকার্টের মাধ্যমে এই ট্যাবের প্রি-অর্ডার করা সম্ভব।
এই ট্যাবে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর।