মোটোরোলা সংস্থা তাদের মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোন ফেব্রুয়ারি মাসেই ভারতে লঞ্চের পরিকল্পনা করেছে।
একই সময়ে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে মোটোরোলার এই ফোন।
মোটোরোলা এজ ৩০ প্রো ফোনে কোয়ালকমের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ১ থাকতে পারে।
জানুয়ারিতে চিনে যে মোটোরোলা এজ এক্স৩০ ফোন লঞ্চ হয়েছিল, তারই রিব্র্যান্ডেড ভার্সান মোটোরোলা এজ ৩০ প্রো ফোন।
শোনা গিয়েছে যে মোটোরোলা এক এক্স ৩০ ফোনের থেকে মোটোরোলা এজ ৩০ প্রো ফোনের ডিজাইন কিছুটা আলাদা হবে।