ভারতে আসছে মোটোরোলার নতুন স্মার্টফোন 'এজ এক্স৩০' মডেল।
মোটোরোলা এজ এক্স৩০ ফোনটি চিনে লঞ্চ হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে।
এই ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ।
জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই ভারতে লঞ্চ হয়ে যেতে পারে মোটোরোলা এজ এক্স৩০।
মোটোরোলা এজ এক্স৩০ ফোনটি বিআইএস সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে।