নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা।
এই ফোনের নাম হতে চলেছে মোটোরোলা ফ্রন্টায়ার।
২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকতে পারে এই ফোনে।
চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে মোটোরোলা ফ্রন্টায়ার ফোনের একটি ছবি প্রকাশ হয়েছে।