ম্রুণাল ঠাকুর কেরিয়ার শুরু করেন টেলিভিশন থেকে। বলিউডে ডেবিউ হওয়ার আগে তিনি আমির খানের ঠগ অফ হিন্দুস্তান ছবি করতে রাজি হননি।
দৃষ্টি দামিনি সিংঘম ২ ছবিতে সুয়োগ পেয়েও কাজ করেননি
বিদ্যা বালন অভিনীত ববি জাসুস ছবিতে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুরভি চন্দনাকে। এর পর তিনি সব সিনেমাকে না বলেছেন।
কিস কিস কো প্যায়ার করু ছবি দিয়ে বলিউডে ডেবিউ কমেডিয়ান কপিল শর্মার। তবে তার আগে ব্যাঙ্ক চোর ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।
টেলিভিশনের হার্টথ্রব শাহির শেখ। বহু সিনেমার প্রস্তাব পেলেও তিনি তা ফিরিয়ে দেন।
অদা খান টেলিভিশনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও নাগিন সিরিয়ালের জন্য বেশি জনপ্রিয়। তিনিও সিনেমা থেকে পাওয়া প্রস্তাব ফিরিয়ে দেন।
টেলিভিশনে শিব, হিন্দি সিনেমাতে অভিনয়ও করছেন। তবে বিপাশা বসু অভিনীত ক্রিয়েচার থ্রিডি ছবির প্রস্তাব তাঁর কাছে গেলে, তা তিনি ফিরিয়ে দেন।