সম্প্রতি নজর কেড়েছে ম্রুণাল ঠাকুরের এই ব্ল্যাক মনোকিনি লুক

প্রশংসা যেমন করেছেন নেটিজেন, হচ্ছে ট্রোলও

কুমকুম ভাগ্যর প্রজ্ঞাকে বোল্ড অবতারে দেখে ভক্তদের কেউ কেউ হয়েছে অখুশি

তাতে অবশ্য পাত্তা দিতে নারাজ ম্রুণাল

মনোকিনি শুধু নয়, যে কোনও পোশাকেই তিনি উজ্জ্বল, বলছে তাঁর ইনস্টাগ্রাম