ভাল পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে গুণমান সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার।

পাওয়ার ব্যাঙ্কের আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইসের সঙ্গে মেলে কি-না দেখুন।

গ্যাজেটের ব্যাটারির ক্ষমতা  1500 mAh হলে 3000 mAh-র পাওয়ার ব্যাঙ্ক নেবেন।

পাওয়ার ব্যাঙ্কের mAh যত বেশি, চার্জিং ক্ষমতা তত বেশি।

পাওয়ার ব্যাঙ্কে LED ইন্ডিকেটর থাকা খুবই জরুরি, খেয়াল রাখবেন।

হাই গ্রেড লিথিয়াম-পলিমার ব্যাটারি দেখে তবেই পাওয়ার ব্যাঙ্ক কিনুন।

চার্জিংয়ের সময় পাওয়ার ব্যাঙ্কের তারের গুণমান দেখে নেওয়া উচিত।