বাড়ছে কোভিড। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে বাড়ছে ভাইরাল জ্বরও
সামান্য জ্বর. সর্দি কাশি বেশিরভাগই উপেক্ষা করছেন। তাই নিয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। এতেই বাড়ছে বিপত্তি
জ্বর, সর্দি, মাথা ব্যথার মত সমস্যা থাকলে বাড়িতেই থাকুন। নিজেকে অন্যদের থেকে আলাদা রাখুন। বারে বারে গরম জল খান, ভেপার নিন
যতবারই চা খাবেন তা দুধ আর চিনি ছাড়া খান। আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসি পাতা এসব দিয়েই চা বানিয়ে নিন। গরম জলে তুলসি পাতা ফেলে ভেপারও নিতে পারেন
রোজ সকালে কাড়া বানিয়ে খেলে ঠান্ডা লাগার প্রবণতা কমবে। কফ, সর্দির থেকেও আরাম পাওয়াা যাবে