NASA পৃথিবীর জন্য একটি সতর্কবার্তা দিয়েছে।

সংস্থাটি 16000টি নতুন গ্রহাণুর সন্ধান পেয়েছে।

এখনও পর্যন্ত মোট 7 লাখ 30 হাজারেরও বেশি গ্রহাণু আবিষ্কৃত হয়েছে।

এই গ্রহাণুগুলির মধ্যে একটি হল Asteroid 1784

এটি পৃথিবীর অনেক কাছে অবস্থান করছে।

Asteroid 1784 গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

নাসা সেই বিশাল গ্রহাণুকে ঘিরেই সতর্কতা জারি করেছে।

এই গ্রহাণুর আয়তন 45 ফুট।

বর্তমানে পৃথিবী থেকে  5,190,000 কিমি দূরে আছে।

27 জুন পৃথিবীর উপর আছড়ে পড়ার আশঙ্কা বিজ্ঞানীদের।