নাসা জানিয়েছে, পাঁচটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে।

গ্রহাণু বা অ্যাস্টেরয়েড প্রধানত পাথর দ্বারা গঠিত বস্তু।

Asteroid 2017 XQ60 এটি 111-246 ফুট বড় গ্রহাণু, যেটি 21 ডিসেম্বর পৃথিবীর ধার দিয়ে বেরিয়ে গিয়েছে।

Asteroid 2022 YK এই গ্রহাণুটি আজ 22 ডিসেম্বর পৃথিবীর থেকে মাত্র 1.2 মিলিয়ন কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে।

Asteroid 2022 UD9 ঘণ্টায় 36969 কিলোমিটার বেগে পৃথিবী থেকে মাত্র 1.7 মিলিয়ন কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে

Asteroid 2022 YG এটি 45-95 ফুট বড় গ্রহাণু যেটি ঘণ্টায় 19772 কিমি বেগে পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে।

Asteroid 2022 RD2 এই 16-36 ফুটের গ্রহানুটিও ঘণ্টায় 4062 কিমি বেগে পৃথিবী থেকে 5.3 মিলিয়ন কিলোমিটার দূর থেকে বেরিয়ে যাবে।