এই বছর অভিনেতা ধনুশ তাঁর কেরিয়ারের ২০ বছর পূর্ণ করলেন।
আর এই বছরই ‘দ্য গ্রে ম্যান’ ছবি দিয়ে করলেন হলিউডে ডেবিউ ধনুশ।
দক্ষিণ ছেড়ে বলিউড, হলিউড সর্বত্রই কাজ করছেন তিনি। তাই তিনি চান না তাঁকে আলাদা করে দক্ষিণ ভারতীয় অভিনেতা বলা হোক। বরং শুধু ভারতীয় অভিনেতা বললে ধনুশ বেশি খুশি হবেন।
সোনম কাপুরের সঙ্গে ‘রাঞ্ঝনা’ ছবি দিয়ে তিনি বলিউড যাত্রা শুরু করেন।
অমিতাভ বচ্চনের কণ্ঠ নিয়ে তিনি করেন ‘শামিতাভ’। এই ছবিতে তাঁর বিপরীতে ডেবিউ করেন কমল হাসান-সারিকার ছোট মেয়ে অকসরা হাসান।
‘অসুরন’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি।
তবে ব্যক্তিগত স্তরে ১৮ বছর বিবাহিত জীবনের পর স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর।