কোষ্ঠকাঠিন্যের সমস্যার ভুগলে পান করুন ডিটক্স ড্রিংক্স।
গরম জলে লেবুর রস মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই।
এবার তাতে মিশিয়ে দিন ২ চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট।
জলে নুন সম্পূর্ণরূপে গলে ওই জল পান করুন।
সকালে খালি পেটে এই জল পান করলে সব সমস্যা দূর হয়ে যাবে।