পাকা চুল ঢাকতে আজকাল অনেকেই রং করছেন

এই রং একবার করলে চুল বেশি পেকে যায়

আর এই অতিরিক্ত রাসায়নিক ত্বকের জন্য একেবারেই ভাল নয়

এই ভাবে চুলে রং করলে চুলের শাইনিং ভাব বজায় থাকে চুলও সুন্দর থাকে

বাজার চলতি ভাল মানের হেনা পাউডার, ২ চামচ ইন্ডিগো পাউডার,৩ চামচ বিটরুট পাউডার একসঙ্গে শুকনো মিশিয়ে নিন

এবার এর মধ্যে এক বড় চামচ কফি পাউডার মিশিয়ে দিন

এরপর এক বড় চামচ মধু এর মধ্যে মিশিয়ে দিন

এবার বিটের জুস দিয়ে পুরোটা গুলে নিতে হবে

মাথায় লাগিয়ে ২ ঘন্টা রেখে জল দিয়ে মাথা ধুয়ে পরদিন কন্ডিশনার লাগিয়ে নিন