আপনার ক্ষত জায়গায় যদি লেবুর রস লাগিয়ে রাখেন, তাহলে সাধারণ চামড়া আর ক্ষতস্থানের চামড়ার রঙের তফাৎ কমে যাবে

ত্বকের যে সকল স্থানে ব্রণ হয়েছে, সেখানে বরফ দিলে প্রদাহ কমে যাবে, একবার জ্বালা ভাব কমে গেলে ব্রণও কমতে শুরু করবে

দু-তিন চামচ জলে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ব্রণ হওয়া জায়গায় লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি উপশম পাওয়া যাবে

নারকেলের তেলের মধ্যে লরিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বককে যাবতীয় সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে

অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা থাকার কারণে গ্রিন টি ব্যাগ যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ব্রণ থেকে সুরাহা সহজেই পাওয়া যাবে