নখের যত্ন নেওয়ার জন্য বাড়িতে কী কী করবেন তার জন্য রইল সহজ কিছু টিপস। 

সবার আগে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস দূর করুন। এতে দাঁত এবং নখ, দুইয়েরই ক্ষতি হয়। 

নিয়মিত নখ কেটে পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে ছোট করে নখ কেটে রাখুন। 

নখে হাল্কা রঙের একটা নেল পেন্ট বা নেলপলিশ লাগিয়ে রাখবেন। এতে ক্ষয় কম হয়। 

বাড়িতেই নখে ম্যানিকিওর করুন। এর ফলে নখ পরিষ্কার থাকবে। নখ কাটার আগে জলে হাত ভিজিয়ে নিন।

নখের চারপাশের অংশে ক্রিম লাগান। ম্যাসাজ করুন। এতে ত্বক রুক্ষ-শুষ্ক হবে না। 

হাতের পাশাপাশি পায়ের নখেরও যত্নের প্রয়োজন রয়েছে।