টি ব্যাগের মধ্যে যে ক্যাফেইন থাকে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা ডার্ক সার্কেল সরাতে কাজে আসে

সেন্সিটিভ ত্বককে নরম রাখতে কিংবা হাইড্রেটেড রাখতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার

চোখের নীচের ক্লান্তির ছাপ থেকে শুরু করে আরও নানান ধরনের দাগ সরিয়ে তুলতে গোলাপের জল দারুণ

প্রতিদিন এক ঘণ্টা করে নারকেল আর আমন্ডের তেল চোখের নীচে লাগালে ডার্ক সার্কেল দূরীভূত হয়

শসার মধ্যে খুব সামান্য পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট থাকে যা চোখের নীচের প্রদাহ হওয়া আটকাতে সাহায্য করে