এক-এক সময় বাড়ির কোণে, ঘরের দেওয়ালে পিঁপড়ের দৌরাত্ম দেখা যায়। এই সমস্যাকে নিস্তার পান ঘরোয়া উপায়ে।

গোলমরিচ ব্যবহার করুন। যেখানে পিঁপড়ে ঘোরাফেরা করছে সেখানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

পিঁপড়ে তাড়াতে ঘরের কোণে কোণে নুন ছড়িয়ে রেখে দিন।

গোলমরিচের গুঁড়ো ও নুন জলে মিশিয়েও ঘরের কোণে কোণে স্প্রে করে দিতে পারেন।

পিঁপড়ের দৌরাত্ম কমাতে লেবুর রস ব্যবহার করুন। জলে লেবুর রস মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিতে পারেন।

জলে লেবুর রস মিশিয়ে ঘর মুছতে পারেন। এতেও পিঁপড়ের সমস্যা কমবে।

যেখানে পিঁপড়ের দৌরাত্ম বেশি সেখানে দারুচিনি ও লবঙ্গের গুঁড়ো রেখে দিন।