নবরাত্রি শুরু হয়েছে। তাই নিজেকে মারাঠি লুকে সাজিয়েছেন নোরা ফতেহি।

সুন্দরী নোরা যে পোশাকই পরেন, মানিয়ে যায়।

ঝলক দিখলা যা সিজন ১০-এর বিচারক তিনি।

এই সপ্তাহে নবরাত্রি উপলক্ষে সবুজ শাড়িতে তাঁকে দেখা যাবে বিচারকের আসনে।

শুধু শাড়িই পড়েননি নোরা, একেবারে মারাঠি স্টাইলে কোচা দিয়ে পরেছেন শাড়ি।

শাড়ির সঙ্গে মানানসই গয়না তো রয়েছেই, মারাঠি সাজের অন্যতম নাকের নত পরতেও ভোলেননি নোরা।

আশা করা যায় তিনি নিশ্চয় মারাঠি নাচে মঞ্চ মাতাবেন এই সপ্তাহে।