অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা এবং সিদ্ধান্তের ডেটিং নিয়ে আলোচনা চলছে পুরোদমে বি-টাউনে।

সিদ্ধান্ত প্রায়ই নভ্যার ছবিতে মন্তব্য করেন

করণ জোহরের জন্মদিনের পার্টিতে সিদ্ধান্ত এবং নব্যকে একসঙ্গে দেখা গিয়েছিল

এখন দুজনেই সোশ্যাল মিডিয়ায় ইশারায় কথা বলতে শুরু করেছেন।

Credit: pinkvilla instagram

নভ্যা একটি ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন – আজ নুডুলস তৈরি করেছি

সিদ্ধান্ত পোস্টের ক্যাপশনে লিখেছেন – তাঁর নুডলস

দুজনের ক্যাপশন দেখে ভক্তরা আবার ডেটিং নিয়ে জল্পনা শুরু করেছেন।