নিম ও দইয়ের ফেস প্যাকনিম পাতার পেস্ট বানিয়ে নিন কিংবা নিম গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুনশুকনো হয়ে গেলে তা ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।এরপর ত্বকে অ্যালোভেরা জেল কিংবা আপনার প্রিয় কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এটি আপনার ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করবে