শুনতে অবাক লাগলেও প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খান। খুশকি কমবেই।

বাড়িতেই বানান নিম অয়েল। নারকেল তেলে কয়েকটা নিম পাতা দিয়ে ফোটান। তার পরে কয়েক ফোটা লেবুর রস দিন।

দইও খুশকি দূর করতে সাহায্য করে। একটি পাত্রে নিম পাতা থেঁতো করে নিন। তার পরে দইয়ের সঙ্গে মিশিয়ে তা স্ক্যাল্পে লাগান।

খুশকি দূর করতে হলে নিম হেয়ার মাস্ক ব্যবহার করুন। একটি মিক্সার গ্রাইন্ডারে নিমপাতা দিয়ে পেস্ট করে নিন।