২০১৭ সালে কাজ নেই বলে পোস্ট দেন নীনা। মুহূর্তে তা ভাইরাল হয়। বিয়ের পর দিল্লিতে থাকেন, তাই তাঁকে পাওয়া যাবে না, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই ওই পোস্ট ছিল
বিয়ের না করে সিঙ্গল মাদার তাঁর সময় খুব বড় ঘটনা। এরফলে তাঁকে কিছু সহ্য করতে হয়েছে।
এক সময় নীনা হিংসে করতেন শাবানা আজমিকে। এই কথা তিনি নিজে স্বীকার করেন। কারণ শাবানা সব ভাল চরিত্রগুলো পেতেন।
পোশাক দেখে মেয়েদের চরিত্র বিচার করা বন্ধ করুন। এই বার্তা দিতেই নীনা একবার এমন বোল্ড পোশাক পরেছিলেন।
মাসাবা একবার খুব বিচ্ছিরি ভাবে ট্রোলড হন, অবৈধ্য সন্তান বলে। কিন্তু মাসাবা পুরে বিষয়টি যেভাবে সামলেছেন, তা দেখে মা হিসেবে তাঁকে গর্বিত করে।