বয়স যে শুধুমাত্র সংখ্যা তা প্রত্যেকবার বুঝিয়ে দেন নীনা গুপ্তা

নিজের স্টাইল সেগমেন্ট বেশ বজায় রাখেন তিনি

৬২ বছরের এই অভিনেত্রীর সামনে এখনও অনেকেই পিছিয়ে রয়েছেন

অভিনয় হোক বা ফ্যাশন- অত্যন্ত দক্ষতার সাথে তিনি সবকিছু করেন

ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান সবেতেই বাজিমাত করেন তিনি