টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া বিশ্ব মিটে ইতিহাস গড়লেন
ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া
২০০৩ সালে বিশ্ব মিটে ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ পেয়েছিলেন ব্রোঞ্জ
১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতকে বিশ্ব মিট থেকে দ্বিতীয় পদক এনে দিলেন নীরজ
এ বারের বিশ্ব মিটের ফাইনালে ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েছেন নীরজ
বিশ্ব মিটে পুরুষদের জ্যাভলিনে ৯০.৫৪ মিটার থ্রো করে সোনা জিতেছেন অ্যান্ডারসন পিটার্স