এই কালো পোশাকে হঠাৎ-ই করিনা কাপুর খানকে বয়স্ক দেখাচ্ছে।
নেটিজ়েনরা তাঁর এই বয়স্ক হওয়া নিয়ে ট্রোল করেছেন।
ভক্তরা চিন্তিত, কেন করিনাকে এমন বয়স্ক দেখাচ্ছে বলে। তাঁরা সোশ্য়াল মিডিয়াতে তা লিখেছেনও।
আমির খানের সঙ্গে 'লাল সিম চাড্ডা' মুক্তির অপেক্ষায়। এই ছবির জন্য প্রথমবার অডিশন দেন করিনা।
অডিশনের কথা নিজেই জানিয়েছেন করিনা।
দুই রকম বয়সের দেখা যাবে তাঁকে এই ছবিতে। তাই আমির তাঁর অডিশন নেন। কেমন মানায় দেখার জন্য।
এমন গ্ল্যামারাস থেকে বয়স্করূপ দেখলে ভক্তদের অবাক হওয়াই স্বভাবিক। তবে কেন এমন দেখাচ্ছে তা বোঝা যায়নি।