14 February 2024

সংসারে সর্বনাশ আসার আগে সাবধান! 

credit: Pinterest

TV9 Bangla

সনাতন ধর্মে তুলসী গাছ নিয়মিত পুজো করা উচিত। পুজোর জন্য তো বটে, স্বাস্থ্যের জন্যও তুলসা পাতা ও গাছের অবদান অনস্বীকার্য।

শিবপুজো ছাড়া হিন্দু ধর্মে প্রায় সব পুজোতেই তুলসী পাতা ব্যবহার করার রীতি রয়েছে। কথিত আছে, এই পবিত্র গাছে দেবী লক্ষ্মীর অধিবাস।

তুলসী পাতা তোলার সময় কী কী মনে রাখবেন, কী কী নিয়ম মেনে চলবেন, তা জেনে নিন এখানে...

ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্দিষ্ট দিনে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। রবিবার ও একাদশীতে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এছাড়া সূর্যাস্তের পরে ও অমাবস্যার দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলাও নিষিদ্ধ।

তুলসী পাতা কখনওই নখ দিয়ে ছিঁড়ে ফেলা উচিত নয়। ধর্মীয় শাস্ত্রে নিষিদ্ধ। এছাড়া আর্থিক ক্ষতি হতে পারে। আঙ্গুলের সাহায্যে আলতো করে কাণ্ড থেকে পাতা আলাদা করা উচিত।

তুলসী পাতা সবসময় স্নানের পরেই ছিঁড়ে নেওয়া উচিত। স্নান না করে তুলসী পাতা ছিঁড়ে ফেলা অনৈতিক ও অশুভ বলে মনে করা হয়।

কোনও কারণ ছাড়া তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এটি শুধুমাত্র উপাসনা, ঈশ্বরের উদ্দেশ্যে বা স্বাস্থ্যের জন্য করা উচিত।

তুলসী পাতা তোলার সময় ওম সুভদ্রায় নমঃ মাতস্তুলসি গোবিনী হৃদয়ানন্দ করিণী মন্ত্রটি জপ করা উচিত। তাতে সুফল মেলে।

বাড়ির কারও জন্ম বা মৃত্যু উপলক্ষে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। গ্রহণের সুতক শেষ হলেই তুলসীর পুজো করে তুলসী পাতা ছিঁড়ে নেওয়া রীতি।