নির্দিষ্ট কিছু পোশাক বা কাপড় আছে যা কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়।

ওয়াশিং মেশিনে মাত্রাতিরিক্ত ডিটারজেন্ট দেওয়া যাবে না।

বাড়িতে যদি কুকুর-বিড়ালের মতো পোষা প্রাণী  থাকলে তাদের ব্যবহার করা কাপড় কখনওই মেশিনে দেবেন না।

ওয়াশিং মেশিনে অন্তর্বাস ধুতে দিলে আকার-আকৃতি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এবং আরও ঢিলে হয় যায়।

কোনও পোশাকের জিপার খোলা আছে কিনা তা দেখে নিন। তা নাহলে জামাকাপড় নষ্ট তো হবেই, সঙ্গে ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরেও স্ক্র্যাচ ফেলতে পারে।

পশমি সোয়েটার বা এ ধরনের অন্য সব সোয়েটারই হাতে ধোওয়ার নিয়ম। মেশিনে দিলে এগুলো তন্তু দুর্বল হয়ে যায়।

পাথর-জরি আঠা দিয়ে লাগানো থাকলে সেগুলো মেশিনের ঘষায় হালকা হয়ে উঠে যায়। লেসযুক্ত পোশাকের ক্ষেত্রেও একই কথা।

গলায় বাধার টাই কখনও মেশিনে ধোবেন না। মেশিনে ধুলে তা সংকুচিত হয়।