করবা চৌথেই ফের পুরনো ছন্দে সোনম! সন্তানকে ব্রেস্টফিড করাতে করাতেই চলছে মেকআপ। সঙ্গে তাঁর টিম।
মা হওয়ার পর এই প্রথমবার করবা চৌথের ব্রত রাখলেন পরিবারের সঙ্গে। বিশেষ দিনে কী পরলেন, দেখে নিন...
বাড়ির মধ্যেই চলছে করবা চৌথ স্পেশাল ফটোশ্যুট। মা হওয়ার পর ফের কাজ করছেন তিনি।
রানি পিংক সিল্ক শাড়ি, সঙ্গে কনট্রাস্টে গ্রিন ব্লাউজ পরেছিলেন তিনি।
সঙ্গে ট্র্যাডিশনাল স্টেটমেন্ট জুয়েলারি বেছে নিয়েছিলেন এই দিনের গুরুত্ব বুঝে।
মেকআপে ছিল সোনমের সিগনেচার লুক।
স্বামীর মঙ্গল কামনায় উপোস না করেই ব্রত পালন করেন তিনি।