পুজোর পাঁচদিন ফোস্কার ভয় ছাড়াই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন কীভাবে, জানুন সহজ টিপস...
হাই হিল পরার আগে পায়ের গোড়ালি ও আঙুলে বডি স্প্রে দিয়ে দিন।
বুড়ো আঙুল, কড়ে আঙুল, গোড়ালিতে ফোস্কার জ্বালায় হাঁটা দায়।
ফোস্কার ভয় কাটাতে ময়েশ্চারাইজার বা ভেসলিন ব্যবহার করুন।
পায়ের যেখানে যেখানে ফোস্কা পরতে পারে, সেখানে ব্যান্ড এড লাগিয়ে নিন।
জুতোর সঙ্গে মোজা পরুন। ফোস্কা পরবে না।
নতুন জুতোর মধ্যে কিছুটা বেবি পাউডার ছড়িয়ে দিন।