ডেনিম পোশাকে নতুন ছবি দিতেই ট্রোলড নিয়া শর্মা। জিন্সের বোতাম খোলা নিয়ে নেটিজ়েনদের রোষের মুখে তিনি।
টেলিভিশনের হট নায়িকা তিনি। কালো শাড়িতে তাঁর এই ছবি মুগ্ধ করে ভক্তদের।
নিয়ার আর এক নাম হটনেস। তাঁর ছবি যেন সেকথাই মনে করিয়ে দেয়।
পা খোলা এই লাল পোশাকে ইনস্টার পারদ বাড়াচ্ছেন তিনি।
কালো লেহঙ্গা চোলির সঙ্গে মানানসই নথ, তাঁর রূপকে অন্য মাত্রা দিয়েছে।