গোবিন্দ ভোগ চাল আর সোনা মুগডাল ভাল করে ধুয়ে শুকিয়ে নিতে হবে
কড়াইতে গোটাজিরে, শুকনোলঙ্কা, তেজপাতা, আদাবাটা ফোড়ন দিতে হবে
এবার ডাল, চাল মিশিয়ে ভাল করে ভেজে নিতে হবে
এর মধ্যে বাদাম, আলুকুচি, কড়াইশুটি, গাজর, বিনস, নারকেলকুচি মিশিয়ে দিন
এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে নিন
প্রয়োজন মতো জল দিয়ে ফুটিয়ে নিন
নামানোর আগে ঘি ছড়িয়ে দিন