ভারতে লঞ্চ হয়েছে Noise Buds VS303 (TWS) ইয়ারফোন।
ভারতে নয়েজের এই ইয়ারবাডসের দাম ১৭৯৯ টাকা।
জেট ব্ল্যাক এবং স্পেস ব্লু, এই দুই রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারবাডস।
Noise সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সংস্থা অ্যামাজনের সাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
সংস্থার দাবি, টাইপ-সি ইউএসবি চার্জার দিয়ে ১.৫ ঘণ্টায় এই ইয়ারবাডসে পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব।