Noise ColorFit Icon 2 স্মার্টওয়াচে একটি 1.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।

রয়েছে একটি হার্ট-রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং নিঃশ্বাস নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম।

এই নয়েজ় স্মার্টওয়াচে রয়েছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা ও মিউজ়িক কন্ট্রোল, নোটিফিকেশন ডিসপ্লে এবং বিল্ট-ইন গেমস।

একটি 260mAh ব্যাটারি দেওয়া হয়েছে, একবার চার্জে 4 দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে এই স্মার্টওয়াচ।

ভারতে নয়েজ়ের এই লেটেস্ট স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,499 টাকা দামে।