ভারতে লঞ্চ হয়েছে নয়েজ় কালারফিট পালস গ্র্যান্ড ফিটনেস ট্র্যাকার। 

এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যন্ট ডিভাইস।

ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা সম্ভব হবে।

এই ফিটনেস ট্র্যাকারের বিক্রি ভারতে শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে।

এই ফিটনেস ট্র্যাকারে কমপক্ষে ৬০টি ফিটনেস মোড রয়েছে।