সম্প্রতি নয়েজ় সংস্থার নতুন ওয়্যারলেস নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন লঞ্চ হয়েছে ভারতে। 

গেমারদের কাছে এই ইয়ারফোন খুবই জনপ্রিয় হতে চলেছে এই গেমিং ইয়ারফোন। 

এখানে রয়েছে একটি বিশেষ গেমিং মোড। একটিই মাত্র রঙে, Thunder Black- এ ভারতে লঞ্চ হয়েছে নয়েজ় কমব্যাট নেকব্যান্ড স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন।

নয়েজ় সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ইয়ারফোন কেনা সম্ভব।

নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনের দাম ভারতে ১৪৯৯ টাকা।