নোকিয়া কমফোর্ট ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এর দাম ২৭৯৯ টাকা।
নোকিয়া গো ইয়ারবাডস প্লাস- ও লঞ্চ হয়েছে দেশে। এর দাম ১৯৯৯ টাকা।
নোকিয়ার এই দুটো ইয়ারবাডসই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস।
নোকিয়ার এই দুটো ইয়ারবাডসের ডিজাইনই ওয়াটার রেজিসট্যান্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট।
একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে দুটো ইয়ারবাডসেই, এমনটাই দাবি নোকিয়া সংস্থার।