নোকিয়া টি২০ ট্যাব আসলে একটি বাজেট ট্যাবলেট। 

নোকিয়া টি২০ ট্যাবের দুটো ভ্যারিয়েন্টের দামই ২০ হাজার টাকার কম। 

নোকিয়ার এই বাজেট ট্যাবলেটে রয়েছে ১০.৪ ইঞ্চির স্ক্রিন। 

নোকিয়া টি২০ ট্যাবের ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। 

তবে ওয়াই-ফাই, ৪জি সাপোর্ট, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের নোকিয়া টি২০ ট্যাবের দাম ১৮,৪৯৯ টাকা।