বাস্তুশাস্ত্র অনুসারে, প্রতিদিন তুলসী গাছের পুজো করা শুভ বলে মনে করা হয়। বাস্তু ও জ্যোতিষ অনুসারে তুলসীর জল গ্রহণ করলে আর্থিক উন্নতি হয় তড়তড়িয়ে।

তামা ও পিতলের পাত্রের জলের মধ্যে তুলসী ভিজিয়ে রাখলে জল হয় পবিত্র। লক্ষ্মীর বাস হয় ঘরে।

তুলসীর পাতা যদি সারারাত জলে ভিজিয়ে রাখা হয়, তাও শুভ। বাড়ির প্রতি কোণে ওই জল ছিটিয়ে দিলে অশুভ শক্তি বাসা বাঁধে না।

বিষ্ণুর খুব প্রিয় হল তুলসী পাতা। মার্গশীর্ষ মাসে প্রতিদিন তুলসীকে জল দান করুন।

অগ্রহায়ণ মাসে তামা ও পিতলের পাত্রের সামান্য জলে তুলসী রেখে দিন। তারপর সেই জল বাড়ির বা মন্দিরের গোপালকে স্নান করান।

শরীর সুস্থ রাখতেও তুলসীর জল খুব উপকারী। ঠান্ডা লাগলে তুলসীর পাতা ফুটিয়ে চায়ের মত পান করতে পারেন।