শ্রেয়া ঘোষাল করিয়েছেন পুজোর জন্য বিশেষ ফটোশুট।
আজকাল শুধু অভিনেতারাই নন, অন্য পেশার মানুষও পুজো সাজে শুট করছেন।
গায়ক-গায়িকারাও পিছিয়ে নেই। শ্রেয়াও করেছেন সাদা-কালো শাড়ি, গাউনে করিয়েছেন শুট।
পুজোর সাজে ভক্তদের শুভেচ্ছা জানানোও এখন ট্রেন্ডে।
দুই বছর কোভিডের কারণে মানুষ এখন সোশ্যাল মিডিয়া জ্বরে আক্রান্ত।
তাই সেলেবরাও ভক্তদের সঙ্গে জুড়ে থাকতে নিত্য নতুন বিষয়ে নজর দিচ্ছেন।
পুজোর অনুষ্ঠানে যাওয়ার আগে সেই পোশাকে সুন্দর মুহূর্তকে তুলে রেখেছেন শ্রেয়া।