হলিউডের ‘ফরেস্ট গাম্প’ ছবির হিন্দি রিমেক আমির-করিনা অভিনীত ‘লাল সিং চাড্ডা’।
টম ক্রুজের ‘নাইট অ্যান্ড ডে’ ছবির হিন্দি সংস্কারণ হৃত্বিক-ক্যাটরিনার ‘ব্যাং ব্যাং’ ছবি।
‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ ছবির হিন্দি রিমেক ‘দিল বেচারা’ দিয়ে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সিনেমা পরিচালনায় ডেবিউ করেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের এটি শেষ ছবি।
জুলিয়া রবার্টসের ‘স্টেপমম’ ছবির হিন্দি রিমেক অজয়-কাজল-করিনা অভিনীত ছবি ‘উই আর ফ্যামিলি’।
অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘সরকার’ বালা ঠাকরের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হলেও, আসলে হলিউডের ‘গডফাদার’ ছবির রিমেক এটি।
‘মিসেস ডাউটফায়ার’ কমল হাসান রূপে হিন্দিতে ‘চাচি ৪২০’।
রানি-শাহিদ অভিনীত ‘দিল বোল হরিপ্পা’ ছবির কাহিনীও হলিউড থেকে নেওয়া। ‘সি ইজ দ্য ম্যান’ ছবির রিমেক এটি।
‘মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং’ ছবির হিন্দি রূপান্তর জিমি-উদয়-টিউলিপ-বিপাশা অভিনীত ছবি ‘মেরে ইয়ার কী শাদি হ্যায়’।