বিক্রম বেধা ছবিতে হৃত্বিক রোশন হিরো নন, ভিলেন। কিন্তু সকলের নজর তাঁরই উপর।
জিম সর্ব নীরজা ছবিতে নিজের ছাপ রেখেছেন, ছবির নায়িকা সোনম কাপুর ভাল অভিনয়ের পরও সকলে তাঁর থেকে চোখ ফেরাতে পারেনি।
বাজিরাও মস্তানি ছবিতে দীপিকা পাডুকোন মুখ্য নায়িকা হলেও কাসিবাঈ চরিত্রে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ওমকারা ছবিতে সইফ আলি ছিলেন ভিলেন হয়ে নায়ক অজয় দেবগণকে সমানে টক্কড় দিয়েছেন।
কল্কি কোয়েচলিন দেব ডি ছবিতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাঁর অভিনয় সবচেয়ে বেশি প্রসংশিত হয়।
অন্নু কাপুর ভিকি ডোনার ছবিতে ডা, ভূমিকায় অভিনয় করেন। আযুষ্মান খুরানার চরিত্রটিকে তিনিই দর্শকদের কাছে আকর্ষণী করে তোলেন তাঁর কমিক সংলাপে।
পরিণীতি চোপড়া লেডিজ ভার্সেস রকি বহেল ছবিতে নায়িকা অনুষ্কা শর্মা থেকে বেশি দর্শক মন জয় করেন নিজের অভিনয় গুণে।