এ বারের তেল আভিভ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস প্লেয়ার নোভাক জকোভিচ
তেল আভিভ ওপেন ফাইনালের আগে, হুইলচেয়ার টেনিস খেলতে দেখা গিয়েছিল জকোভিচকে
ইজরায়েলি টেনিস প্লেয়ার এলে শ্যায়টের বিরুদ্ধে হুইলচেয়ার টেনিস খেলেন নোভাক
সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ নিজের ইন্সটাগ্রামে এলের বিরুদ্ধে খেলার অনুভুতি শেয়ার করেছেন
এলে শ্যায়ট পেশাদার হুইলচেয়ার টেনিস প্লেয়ার, তাঁর বিরুদ্ধে খেলেন বিশ্বের ৭ নম্বর টেনিস তারকা
এই প্রথম নয়, এর আগেও জোকার হুইলচেয়ার টেনিস খেলেছেন
হুইলচেয়ার টেনিস খেলা যে কঠিন, তা একাধিকবার বলেছেন নোভাক